খুলনায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বইপড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুত্তিতে বিপ্লব ঘটেছে। তবে আগের তুলনায় বইপড়ার হার কমে গেছে। শিক্ষার্থীদের বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে বক্তৃতা করেন কবি বিষ্ণুপদ সিংহ ও মাসুদ মাহমুদ। জেলা প্রশাসনের সহযোগিতায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৮/মাহবুব