আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহর মাতা বেগম কাজী জেবুন্নেছা আজ শুক্রবার সকাল পৌনে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না নিল্লাহে ... রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের কাজী বাড়ি পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।
তার বড় ছেলে কাজী জাফরউল্লাহ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ, মেজ ছেলে ড. কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। বড় মেয়ে জোবায়দা এম লতিফ বর্তমানে বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান।
বেগম কাজী জেবুন্নেছা ১৯২৩ সালে পটুয়াখালী জেলার দশমিনায় একটি সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলায় মায়ের নামে বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, আব্দুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ, ফরিদপুরের সদরপুরে বেগম কাজী জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ‘বেগম জেবুন্নেছা ওয়ার্ড’, লায়ন্স চক্ষু হাসপাতালে একটি বেড স্থাপন করেছেন। তিনি বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা সদস্য।
বিডি প্রতিদিন/ফারজানা