জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি বলেছেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে অনেক মেরুকরন হয়। মহাজোটের সাথে আরও অনেকে (দল) আসতে পারে। এটা রাজনৈতিক এবং নির্বাচনী কৌশল। এটা নির্মাণ করবেন নেতৃবৃন্দ। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে নতুন মেরুকরন চূড়ান্ত হতে পারে জানিয়ে ‘চমকের’ জন্য সবাইকে অপেক্ষা করতে বলেন রুহুল আমীন হাওলাদার।
আগামী ২০ অক্টোবর ঢাকায় জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে বরিশালে এসেছেন জাপা মহাসচিব।
শুক্রবার বিকেলে জেলার বাকেরগঞ্জে জাতীয় পার্টির এক কর্মী সভায় যোগদানের আগে গণমাধ্যমের সাথে আলাপকালে সাবেক মন্ত্রী রুহুল আমীন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ৩শ’ আসনে নির্বাচন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এখন জাতীয় পার্টির চেয়ারম্যানের নেতৃত্বে পার্লামেন্টারী বোর্ড প্রার্থী তালিকা চূড়ান্ত করবে।
বাকেরগঞ্জে পৌর শহরের নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে রুহুল আমীন হাওলাদার এমপি বলেন, এখনও মহাজোটের বিষয়টি চূড়ান্ত হয়নি। পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসে আলোচনা করবেন। বাকেরগঞ্জ (বরিশাল-৬) সহ বরিশালের কোন কোন আসন জাতীয় পার্টি চাইবে সেই তালিকা পার্টির চেয়ারম্যানই প্রধানমন্ত্রীকে দেবেন। ওই আলোচনায় যেটাই সিদ্ধান্ত হবে, সেটা নির্বাচনে কার্যকরী করার ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, এর বাইরেও একটি সম্মিলিত জোট গঠন প্রক্রিয়াধীন। জোট সম্প্রসারনও হতে পারে। এটা যে হবে না সে কথাও বলা যাবেনা। সম্ভাবনা যথেষ্ট আছে। এখনই এ বিষয়ে কিছু প্রকাশ করা উচিত হবেনা বলে মনে করেন তিনি।
এ সময় রুহুল আমীনের সহধর্মীনি ও দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না আমীন এমপি সহ পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন