রাজধানীর উত্তরখানে একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে।
শনিবার ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।
দগ্ধ সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
উত্তরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন