গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। শরীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার তাকে সিসিইউ'তে নেওয়া হয়।
দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তরিকুল ইসলাম। অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শরীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ'তে স্থানান্তর করা হয়।
হাসপাতালে পাশে থাকা তার সঙ্গে ছেলে অনিন্দ্য ইসলাম অমিত গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন জানান, দীর্ঘদিন ধরেই তার বার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছেন। বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৮/মাহবুব