রাজশাহীর গোদাগাড়ী উপজোলার সারাংপুর গ্রাম থেকে নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে জয়নাল নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সে সারাংপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে ও গোদাগাড়ী সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, জয়নালকে (২০) কে বা কারা হত্যা করে গোদাগাড়ী বিজিবি ক্যাম্প থেকে দেড় কিলোমিটার দূরে ডোবার মধ্যে ফেলে দেয়। সকালে স্থানীয়রা জানতে পেরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৮/মাহবুব