যুক্তরাষ্ট্রের ২০তম অঙ্গরাজ্য হিসেবে ওয়াশিংটনে মৃত্যুদণ্ডের বিধান বাতিল করা হচ্ছে। মৃত্যুদণ্ডের বদলে সেখানে যাবজ্জীবনের বিধান করা হচ্ছে। মানবাধিকার কর্মীরা এই রায়ের প্রশংসা করেছেন।
গত বৃহস্পতিবার ওয়াশিংটন সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের বিধানকে বৈষম্যমূলক আচরণ ব্যাখ্যা করে এই বিধান নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এসময় বিচারকরা বলেন, ওয়াশিংটনে মৃত্যুদণ্ড কাঙ্খিত লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছে। একে বৈষম্যমূলকভাবে ব্যবহার করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর