বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ৯টি কেন্দ্রে আজ শনিবার পুনরায় ভোট গ্রহণ চলছে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন লাইনে দাঁড়িয়ে। গত ৩০ জুলাইয়ের নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ থাকলেও আজ ছিলো সুষ্ঠু-সুন্দর পরিবেশ। এতে খুশি ভোটার-প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবাই। ভোটের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
গত ৩০ জুলাই বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ১২৩টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অনিয়মের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা একটি কেন্দ্রের ভোট স্থগিত এবং নির্বাচন কমিশন ১৫টি কেন্দ্রের ফল স্থগিত করে। পরবর্তীতে নির্বাচন কমিশনের তদন্তে ৯টি কেন্দ্রে অনিয়ম প্রমাণিত হওয়ায় সেগুলোতে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় কমিশন।
এই ৯টি কেন্দ্র বাদে ১১৪ কেন্দ্রের ফল অনুযায়ী গত ৩ অক্টোবর নির্বাচনের ২ মাস ৩ দিন পর রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমান আওয়ামী লীগের সাদিক আবদুল্লাহকে বেসরকারিভাবে মেয়র ঘোষণা করেন। একই দিন ২৪ জন সাধারণ এবং ৭ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
স্থগিত থাকা ৯টি কেন্দ্রে আজ ভোটের মাধ্যমে ভাগ্য নির্ধারিত হচ্ছে ৩ জন সংরক্ষিত এবং ৬ জন সাধারণ কাউন্সিলর প্রার্থীর। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টায় ভোট শুরু হয়। বিরামহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণচলবে।
কেন্দ্রগুলো হলো নগরীর ১ নম্বর ওয়ার্ডের সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, ১৪ নম্বর ওয়ার্ডের আলেকান্দা ফারিয়া কমিউনিটি সেন্টার, ১৭ নম্বর ওয়ার্ডের আগরপুর রোডের সরকারী মহিলা কলেজ ও সদর রোডের সিটি কলেজ, ২২ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (পুরুষ) ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (মহিলা), ২৩ নম্বর ওয়ার্ডের চৌমাথা আরএম সাগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ২৪ নম্বর ওয়ার্ডের রূপতলী হাউজিং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় এবং ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয়। এই ৯ কেন্দ্রে মোট ভোটার ১৬ হাজার ১১৫ জন। এদিকে নগরীর সদর রোডের সিটি কলেজ কেন্দ্রে অবৈধ প্রবেশের দায়ে সকাল ১১টার পর মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউনিয়নের নয়নপুর গ্রামের মো. সবুজ মোল্লার ছেলে ইকবাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই কেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক কুমার রায় তাকে এই অর্থদণ্ড দেন।
কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে ভোটের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
বিডি-প্রতিদিন/১৩ অক্টোবর, ২০১৮/মাহবুব