আশুলিয়ায় পৃথক ঘটনায় এক পোশাক শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে ইলেকট্রিক মিস্ত্রী জাহিদ হোসেন (২৮) ও সকালে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে পোশাক শ্রমিক তাজুল ইসলামের (৩৪) লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় কাজ করতে গিয়ে জাহিদ হোসেন বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অন্যদিকে পোশাক শ্রমিক সকালে তার নিজ কারখানায় কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। পরে তিনি আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের জামগড়া বাসস্ট্যন্ড এলাকায় পৌঁছে রিক্সার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকলে পেছন দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বাংলাদেশ প্রতিদিনকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার কয়ে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৮/হিমেল