‘হারিকেন’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ববি হাজ্জাজের নেতৃত্বে ‘গণঐক্য’ নামে নতুন আরেকটি নির্বাচনী জোটের আত্মপ্রকাশ করেছে।
বাংলাদেশ মুসলিম লীগ ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) সমন্বিতভাবে আগামী নির্বাচনে ১শ’ আসনে প্রার্থী দেবে। জোটটির সব প্রার্থী মুসলিম লীগের প্রতীক ‘হারিকেন’ নিয়ে নির্বাচনে অংশ নেবেন।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আজ গণঐক্য’র আত্মপ্রকাশ হয়। এ সময় বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা, স্থায়ী কমিটির সদস্য আতিকুল ইসলাম, আনোয়ার হোসেন আবুরী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন