সাভারের আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় মো.ওয়ালী (১৮) নামের মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে নিজের বাইক চাইলে কলেজে যাবার পথে ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ওয়ালীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। আশংকাজনক অবস্থায় তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সে মারা যায়।
পুলিশ জানায়, নিহত কলেজ শিক্ষার্থী সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। এক ভাই দুই বোনের মধ্যে ওয়ালী ছিলেন সবার বড়। এ ঘটনায় কলেজ জুড়ে নেমে আসে শোকের ছায়া। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত কলেজ শিক্ষার্থীকে চাপা দেয়া ট্রাকটির চালক আটক হয়নি।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব