রাজধানীর আসাদগেট আড়ং এর সামনের রাস্তায় গ্যাস লাইনে লিকেজ হয়ে আগুন ধরে যায়। লিকেজে লাগা আগুনে একটি বাস ও একটি পিকাপ পুড়ে গেছে। আগুনে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে গ্যাস বের হতে দেখেন পথচারীরা। এসময় ওই স্থান দিয়ে যাওয়া দুটি গাড়িতে আগুন ধরে যায়।
ঘটনার পরপরই ট্রাফিক পুলিশ দুই দিক থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ওই এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল পোনে ৪টায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস পরে আগুন নিয়ন্ত্রণে নেয়।
বিডি প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৯/আরাফাত