রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সাহায্য করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি আকাশে দুটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিলো আটকে পড়াদের সাহায্য করতে।
বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আগুন নেভাতে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার দিয়ে পানি ছিটানোর কথা জানান এয়ার কমোডর মো. জাহিদ হোসেন।
ভোর রাত ৪টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার এনে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তেজগাঁও বিমানবন্দর থেকে ৩টা ৪৮ মিনিটে পানি নিয়ে হেলিকপ্টার দুটি ঘটনাস্থলের দিকে রওনা দেয়। এরপর আকাশ থেকে পানি ছেটানো হয়।’
প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আহত ও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব