আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১ ফেব্রয়ারি উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে শিশুদের বর্ণমালা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল ৪টায় কারক স্বজন বরিশাল নামে একটি সংগঠন ‘রক্তে জেতা বর্ণমালা সুন্দর করে লিখি’ শ্লোগান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে।
কোমলমতি শিশুদের বর্ণমালা লিখন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষা সৈনিক ইউসুফ হোসেন কালু। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান শিশুদের বর্ণমালা লিখন পরিদর্শন করেন।
এ অন্যান্যের মধ্যে সরকারী বিএম কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক জেলা সনাকের সহ-সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, শুভংকর চক্রবর্তী, খেয়ালী গ্রুপ থিয়েটারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুম মুনির টিটু, অ্যাডভোকেট বাপ্পীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বর্ণমালা লিখন প্রতিযোগিতায় বরিশাল নগরীর কয়েকশ শিশু অংশ নেয়। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা