রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অনেকে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে ৬৭ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী। একই সঙ্গে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করেন তিনি।
এছাড়া, অগ্নিকাণ্ডস্থলে থাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ৬৭ জনের মরদেহ উদ্ধারের কথা নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে দগ্ধ বা আহত অনেককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও এর আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সাহায্য করে বাংলাদেশ বিমান বাহিনী। আগুন নেভানোর পাশাপাশি আকাশে দুটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিলো আটকে পড়াদের সাহায্য করতে।
বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারের আগুন নেভাতে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার দিয়ে পানি ছিটানোর কথা জানান এয়ার কমোডর মো. জাহিদ হোসেন।
এদিকে, নিখোঁজ স্বজনদের খোঁজে হাসপাতালে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন স্বজনেরা। এদের মধ্যে কেউ তার নিখোঁজ ছেলেকে খুঁজছেন, কেউ ভাই, কেউ ভাবি, কেউ মামা কেউবা আবার বোন ও দুলাভাইকে খুঁজছেন।
শোক প্রকাশ
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি এ মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা
অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে ক্ষতিগ্রস্তদের পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়াও হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব