ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে ফ্রিজ নষ্ট হওয়ায় চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের দেহ সংরক্ষণ করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
মধ্যরাতের পর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মোট ৬৭টি মরদেহ ঢামেকে পৌঁছেছে। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহগুলোর মধ্যে ৫৮ জন পুরুষ ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
মর্গ থেকে একটি সূত্র জানান, ঢামেকে মরদেহ রাখার জন্য ২০টি ফ্রিজ আছে। বেশ কিছুদিন আগে থেকেই ১২টি ফ্রিজ নষ্ট। বাকি ৮টি ফ্রিজে আগে থেকেই মরদেহ রাখা আছে।
বিডি প্রতিদিন/ফারজানা