রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের ভয়াবহ আগুনে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। এখনও অনেকে ভবনের ছাড়ে আটকে রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির অষ্টম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের জানান, ভবনের অষ্টম তলায় আগুন লেগেছে বলে তারা প্রথমে জানতে পারেন। পরে অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে পুরো ভবন আগুন ও আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে যায়। এতে ভবনটির কোন কোন তলায় আগুন ছড়িয়েছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ওই ভবনে কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
আগুন নেভাতে কাজ ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট করছে। ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছেন। তাদের উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। আটকে পড়াদের উদ্ধারে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টারকে আকাশে টহল দিতে দেখা গেছে।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৯/আরাফাত