রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে। এদিকে আহতদের মধ্যে ৩৫ জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ভবনটির ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এফআর টাওয়ারে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে হাসপাতালটির জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজন অনুসারে তাদের বিভিন্ন বিভাগে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে ২০/৩০ জন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন।
জানা যায়, হাসপাতালে বনানীর আগুনের ঘটনায় রোগীদের চাপ স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত ৩৫ জন আহত ব্যক্তি হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ-উন নবী জানান, হাসপাতালে নিরস চন্দ্র নামে এক শ্রীলঙ্কান নাগরিকের মরদেহ রয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন