রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। অনেক মানুষ ভবনের ভেতরে আটকে আছে। তারা বাঁচার আকুতি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভ করছে।
এমনই একজন কর্মীর লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, সিড়ির জন্য তারা আকুতি জানাচ্ছেন। না হয় তারা বাঁচতে পারবেন না বলে জানাচ্ছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির অষ্টম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে, জীবন বাঁচাতে ভবনের ছাদে আশ্রয় নিয়েছে অনেকেই। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ঘটনায় যোগ দিয়েছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার। এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
এর মধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এখন উদ্ধারকর্মীরা ভবনের ভেতর থেকে আটকে পড়া দের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করছে।
অন্যদিকে, আগুন লাগার পর এফআর টাওয়ারকে কেন্দ্র হাজার হাজার লোকের জমায়েত হয়েছেন। এতে আগুন নিভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। এতে করে উদ্ধার তপরৎতাসহ আগুন নেভানোর কাজ বিঘ্নিত হবে বলেও অনেকেই মনে করছেন।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৯/আরাফাত