বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কমপক্ষে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়েছে।
আগুন থেকে বেঁচে ফেরা এক ব্যক্তি সাংবাদিকদের জানান, '১০ তলায় আমাদের অফিসে ছিলাম, আমার সিনিয়র সহকর্মীও আমার সঙ্গে ছিলেন। আমরা জানালা দিয়ে লাফ দিয়ে নামার চেষ্টা করি। এসির বিভিন্ন অংশে পা রেখে এসময় আমরা ডিশ ও টেলিফোনের তার বেয়ে নামি। ভাবলাম এখানে পুড়ে মরার চেয়ে তার বেয়ে নেমে যাওয়াই ভালো।'
অফিসে একজন সহকর্মী ছিলেন যার স্বাস্থ্য একটু ভালো। তিনি তার স্বাস্থ্যের কারণে নড়াচড়া করতে পারছিলেন না। পরে তাকে রেখেই আমরা নিচে নেমে যেতে বাধ্য হই। তবে আমরা নেমে আসার পর তাকে ফোনে পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/২৮ মার্চ ২০১৯/আরাফাত