রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে এখন পর্যন্ত ৯ জনের লাশ সনাক্ত করা গেছে। নিহতদের মধ্যে প্রথমে ৭ জনের নাম জানা যায়। পরে পকেটে থাকা মোবাইল ফোনের মাধমে আরও ২ জনের লাশ সনাক্ত করা যায়।
সেই দুই জনের মধ্যে একজন হলেন আনজির আবির (২৪)। পিতার নাম আবু বকর সিদ্দিক। বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। বর্তমানে মিরপুরের কল্যানপুরে বসবাস করতেন। তিনি ব্রোকার হাউসে চাকুরী করতেন।
নিহত আবিরের ভগ্নিপতি বলেন, দু'দিন আগে আমার সাথে কথা হয়। সে আমাকে বলেছিল, দুলাভাই এবার ডিসেম্বরে আমি বিয়ে করবো।
অপরজন হলেন ফজলে রাব্বি (২৭)। পিতার নাম জহিরুল হক। বাসা নারায়ণগঞ্জের ভুইঘড়ে। তার বড়বোন শাম্মি আক্তার তাকে সনাক্ত করেন। ইয়োরো সাভিসে চাকরি করতেন এফআর টাওয়ারের ১১ তলায়। তার স্ত্রীর সাবিহা। তাদের সংসারে একটি ছেলে রয়েছে।
এর আগে, নিহতদের মধ্যে ৭ জনের নাম জানা যায়। তারা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০), মাকসুদুর (৩৬) ও শ্রীলঙ্কান নাগরিক নিরস চন্দ্র।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর