Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ মে, ২০১৯ ২১:৩০

আগারগাঁওয়ে টেলিভিশন বিস্ফোরণে দম্পতি দগ্ধ

অনলাইন ডেস্ক

আগারগাঁওয়ে টেলিভিশন বিস্ফোরণে দম্পতি দগ্ধ

রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে একটি বাসায় টেলিভিশন বিস্ফোরণে আগুনে দম্পতি দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- মুক্তার হোসেন (৩৮) ও সালমা (২৮)। 

দগ্ধ মুক্তার হোসেন জানান, পশ্চিম আগারগাঁও এলাকায় ২নম্বর রোডের ১৪৭ নম্বর বাসার চার তলার নিচতলায় ভাড়া থাকেন তারা। এলাকায় তার ফার্মেসির দোকান রয়েছে। বিকালে তিনি বাসায় ঘুমিয়ে ছিলেন ও স্ত্রী সালমা রান্নাঘরে ছিলেন। হঠাৎ ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তারা দু’জনেই দগ্ধ হন। তাদের একমাত্র ছেলে শাফিন (৬) এসময় বাসার বাইরে ছিল।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, দগ্ধ স্বামী-স্ত্রী সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শমেসপুরের বাসিন্দা। তাদের দু’জনের অবস্থাই আশঙ্কাজনক। 

বিডি প্রতিদিন/১৬ মে ২০১৯/আরাফাত


আপনার মন্তব্য