Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৯ মে, ২০১৯ ১৭:৫২

পদ্মায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পদ্মায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি

রাজশাহীতে পদ্মা নদীতে ডুবে সাজিদ হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মহানগরীর পাঠানপাড়া মুক্তমঞ্চের সামনে পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। 

সাজিদ জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া গ্রামের কায়েস উদ্দিনের ছেলে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, সাজিদ এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কলেজে ভর্তি হওয়ার জন্য নগরীর মালোপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকত। দুপুরে সে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীর তলদেশ থেকে সাজিদের লাশ উদ্ধার করে। এ নিয়ে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিডি প্রতিদিন/এনায়েত করিম


আপনার মন্তব্য