সমকামিতায় বাধ্য করায় ক্ষোভে রাজশাহীর পুঠিয়ায় শ্রমিক নেতা নুরুলকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ। হত্যার সঙ্গে জড়িত ও নুরুলের লালসার শিকার জীবন নামের এক কিশোর আদালতে এনিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ১৬ বছরের সেই সমকামী কিশোর গত সোমবার রাজশাহীর আদালতে এ জবানবন্দি দেন। একই সঙ্গে নুরুলের লালসার শিকার আরও তিন যুবক আদালতে তাদের নির্যাতনের ঘটনার বর্ণনা করেছেন।
এর আগে, গত ১১ জুন রাজশাহীর পুঠিয়া থানার কাঠালবাড়ীয়া গ্রামের এএসএস ইটভাটায় শ্রমিক নেতা নূরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। ওইদিনই পুঠিয়া থানায় নূরুলের মেয়ে বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেন।
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করে। এরপর পুলিশ গত ১৬ জুন পুঠিয়া উপজেলার রামজীবনপুর গ্রামের জিয়ারুল হকের ছেলে মো. জীবনকে (১৬) আটক করে। পরবর্তীতে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। জবানবন্দীতে সে উল্লেখ করে, নূরুল ইসলামকে জীবন নানা বলে সম্বোধন করতো। নূরুল ইসলাম তাকে টাকার প্রলোভন দিয়ে প্রায় শারীরিক সম্পর্ক গড়তো। অনিচ্ছা প্রকাশ করলে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। গত ১০ জুন রাত ৯টার দিকে সমকামিতার উদ্দেশ্যে দুজনেই পুঠিয়ার ওই ইটভাটায় যায়। সমকামিতার এক পর্যায়ে নূরুল হক মাটিতে পড়ে যায়। এ সময় ক্ষোভে প্রথমে নুরুলের গলা টিপে ধরে জীবন। তারপর ইট দিয়ে মাথায় উপর্যপুরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে। নুরুলকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বাসায় চলে আসে জীবন।
পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, জীবন আদালতে আরও জানিয়েছে, এর আগেও আরও কয়েকজনের সঙ্গে নূরুল ইসলামের সমকামিতার সম্পর্ক ছিল। এমন আরও তিনজন আদালতে জবানবন্দী দিয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ জুন, ২০১৯/মাহবুব
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        