বরগুনার চাঞ্চল্যকর শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বরিশাল নদী বন্দর থেকে ৪ যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয় তাদের। আটককৃত ৪ জনের বাড়িই বরগুনায়। তবে আটককৃতরা রিফাত হত্যা মামলার আসামি কিনা তা নিশ্চিত নয় পুলিশ।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ বরিশাল নদী বন্দর থেকে ৪ যুবককে আটক করে। এদের প্রত্যেকের বাড়ি বরগুনায়। তাদের মধ্যে একজনের চেহারার বরগুনার রিফাত হত্যা মামলার এক আসামির সাথে মিল রয়েছে। তবে আটককৃতরা রিফাত হত্যার সাথে সরাসরি জড়িত কি না তা নিশ্চিত নয়। বিষয়টি নিশ্চিত করার জন্য বরগুনা জেলা পুলিশকে ৪ জন আটকের বিষয়টি অবহিত করা হয়েছে। তারা বরিশাল নগরীতে এসে আটককৃতদের দেখার (সনাক্ত) পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। রিফাত হত্যায় তাদের সম্পৃক্ততা থাকলে ৪ জনের আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে, আর সম্পৃক্ততা না থাকলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি।
এদিকে বরগুনা সদর থানা পুলিশ রাত পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে মামলার ৪ নম্বর আসামি চন্দন এবং দুপুরে মো. হাসান নামে একজনকে গ্রেফতারের পর রাতেও একজনকে গ্রেফতার করেছে। বরগুনায় তৃতীয়জন গ্রেফতারের কথা পুলিশ সুপার নিশ্চিত করলে তার নাম জানাতে অপারগতা প্রকাশ করেন পুলিশ সুপার মারুফ হোসেন।
নয়ন, রিফাত, রিশান ছাড়াও এই মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলো চন্দন (গ্রেফতারকৃত), মো. মুসা, রাব্বী আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, রায়হান, মো. হাসান (গ্রেফতারকৃত), রিফাত, অলি ও টিকটক হৃদয়। এরা সবাই ছাত্রলীগ নামধারী এবং ছাত্রলীগ পরিচয়ে তারা পুরো বরগুনা দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ স্থানীয়দের।
এর আগে রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় তার বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ