সামাজিক আন্দোলনের মাধ্যমে দেশে যেকোনও হত্যাকাণ্ডের খুনিদের প্রতিহত করা দরকার বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শুক্রবার দুপুরে তিনি আশুলিয়ার জিরাবো এলাকায় চায়না মালিকানাধীন কিজো ব্যাটারি তৈরির কারখানা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
বর্তমান সরকার বরগুনায় আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের সর্বোচ্চ শাস্তি দেবে জানিয়ে মেয়র আরও বলেন, আওয়ামী লীগ সরকার শ্রমিক-বান্ধব সরকার। তাই সরকার শ্রমিকদের বেতন বাড়িয়েছে দ্বিগুণ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনীনিকরণ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, খুব শিগগরই সাভারের আমিনবাজারের ট্রাক টার্মিনালের টেন্ডার আহ্বান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় কারখানাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম