বরিশালে দীর্ঘ দাবদাহের পর বৃষ্টিতে স্বস্তি পেয়েছে মানুষ। তবে ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে দুর্ভোগে পড়েছে নগরবাসী। গত কয়েক দিনের তীব্র গরমের পর শুক্রবার সকাল ১১টা ১০ মিনিটের দিকে বৃষ্টি শুরু হয়। এতে নগরীর সদর রোডের সরকারি মহিলা কলেজ গলিসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
স্থানীয় আবহাওয়া অফিসের অবজারভার মো. রুবেল জানান, শুক্রবার সকাল ১১টা ১০মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩০.০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২-৩ দিন মৌসুমী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, বরিশালে গত প্রায় ১ মাস ধরে তীব্র দাবদাহ চলছে। গত ২৪ জুন বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.০৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে-পরে গত কয়েক দিন বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি ওঠা-নামা করেছে। এর মধ্যে সাময়িক বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে তিনি জানান।
এদিকে হঠাৎ করে মুষলধারে বৃষ্টিতে দিনমজুর ও পথচারীসহ অনেকেই ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা থাকায় পরীক্ষার্থী ও অভিভাবকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে শুক্রবার।
বিডি-প্রতিদিন/শফিক