'মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বাস্তবায়নই আমাদের লক্ষ্য' এই প্রতিপাদ্যকে সামনে রেখে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়েছে। শুক্রবার সকালে বিশেষ বর্ধিত ও সাধারণ সভা শেষে এ কমিটি গঠিত হয়।
ঢাকা উত্তরা মডেল টাউন প্যান-ডে এশিয়া রেস্টুরেন্ট ও কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান লালনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের যুগ্ম-আহবায়ক ও সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ।
এতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক, মো. নজমুদ্দীন আহমদ কাওসার, মাহমুদুর রহমান খান বিপ্লব, আসাদুজ্জামান আকন্দ সোহাগ, মাহমুদুল হাসান বাবু, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সদস্য সচিব জালাল উদ্দিন আহম্মেদ চেীধুরী প্রমূখ। এ সময় মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।
বিশেষ বর্ধিত ও সাধারণ সভা শেষে আলোচনার মাধ্যমে মো. মোস্তাফিজুর রহমান লালনকে সভাপতি সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদকে সিনিয়র সহ সভাপতি এবং জালাল উদ্দিন আহম্মেদ চেীধুরীকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল