আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, বাজেট নিয়ে সমালোচনা করা বিএনপির কোন অধিকার নেই। এ বাজেট অবশ্যই উচ্চ বিলাসী বাজেট। কারণ শুধু বিএনপিই নয়, কেউ এত বড় বাজেট দিতে পারেনি। দেশকে এগিয়ে নিতে হলে বড় বাজেটই প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বাজেট দিয়েছে, তা শতভাগ বাস্তবায়ন হবে। কারণ বঙ্গবন্ধুকন্যাই একমাত্র নেত্রী যিনি জাতিকে স্বপ্ন দেখান এবং বাস্তবায়ন করেন।
আজ বিকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি হলরুমে ঢাকাস্থ নড়িয়া উপজেলা পেশাজীবী পরিষদের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, জাতির পিতাকে হত্যার পর দেশ উল্টোপথে চলছিল। দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিতে শুরু করেন। কিন্তু ষড়যন্ত্রের কারণে ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারেনি। ২০০৮ সালে জনগণের ভোটে আবার ক্ষমতায় এসে টানা সাড়ে দশ বছর দেশ পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নত মধ্যম আয়ের দেশে পরিণত করছি। তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে।
পানি সম্পদ উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সর্বস্তরে সুষম উন্নয়নের জন্য প্রতিটি ক্ষেত্রে নজর দিয়ে বাজেট ঘোষণা করেছেন। নদী ভাঙন রোধে ১০০ কোটি টাকার বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ইতোপূর্বে কোন সরকার রাখেনি। নদী ভেঙে যেন কারো ঘরবাড়ি হারাতে না হয়, কেউ যেন গৃহহীন না হয় সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।
নড়িয়ার উন্নয়নে পেশাজীবীদের যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান শরীয়তুপুর-২ আসনের এ সংসদ সদস্য। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে কিংবা নিজ নিজ এলাকায় এগিয়ে শুধু রাজনীতিবিদদের পক্ষে সম্ভব নয়। সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণকে এগিয়ে নেওয়া সম্ভব। এ জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
এতে বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুল্লাহ হারুন পাশা, কর কমিশনার আলী আজগর প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল