নারায়ণগঞ্জে বিপুল সংখ্যক বন্যপ্রাণী জব্দ করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। শুক্রবার বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও আব্দুল্লাহ আল সাদিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল ফতুল্লার ডিআইটি মাঠ পাখির হাট, শহরের চাষাঢ়া ও বন্দর উপজেলার নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় পাখির দোকানে অভিযান চালিয়ে এসব প্রাণীগুলো জব্দ করা হয়।
অভিযানে টিয়া, ময়না, শারলি হাঁস, মুনিয়া, কালিম, ঘুঘু, দেশীয় পাখি, বানর, কচ্ছপসহ ১৪৮টি বন্যপ্রাণী জব্দ করা হয়।
বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ডিআইটি মাঠে পাখির হাটে ও বন্দর এলাকায় দোকান মালিক পাওয়া যায়নি। চাষাঢ়ায় কচ্ছপ বিক্রেতা অঙ্গীকার করেছে ভবিষ্যতে কখনো বন্যপ্রাণী আর বিক্রি করবেন না। ফলে এ জেলায় প্রথমবারের মতো অভিযান হওয়ায় কোনো রকম শাস্তি না দিয়ে শুধু পাখি ও প্রাণীগুলো জব্দ করা হয়েছে। তবে বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, জব্দ করা বন্যপ্রাণীগুলো উন্মুক্ত জলাশয় কিংবা বনে অবমুক্ত করে দেওয়া হবে। বন্যপ্রাণী রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল