হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। স্বর্ণের ওজন ৯২৮ গ্রাম, যার আনুমানিক মূল্য ৩৬ লাখ টাকা।
শুক্রবার সন্ধ্যায় স্বর্ণসহ যাত্রী আব্দুল মতিনকে আটক করা হয় বলে জানান বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
জানা গেছে, আব্দুল মতিন শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের দোতলা পার্কিং এলাকায় ঘোরাঘুরি করছিলেন। চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তিনি এলোমেলো তথ্য দেওয়ায় আটক করে আর্মড পুলিশের অফিসে এনে তল্লাশি করা হয়। আব্দুল মতিনের ছাই রংয়ের ফুল প্যান্টের বাম পকেটে থাকা নেভি ব্লু রংয়ের ছোট ব্যাগে ৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যাত্রীর সঙ্গে দুবাই থেকে ঢাকার বোর্ড পাস পাওয়া যায়। জব্দ করা স্বর্ণ ঢাকা কাস্টম হাউসে জমা দিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন আব্দুল মতিন। তল্লাশি করে ৮টি স্বর্ণ বার পাওয়া যায় তার কাছে। বিমানবন্দর থানা মামলা দায়েরে করে মতিনকে হস্তান্তর করা হয়েছে
বিডি প্রতিদিন/কালাম