‘দেশ স্বাধীন হওয়ার আগে আমরা ২২ পরিবারকে নিয়ে কথা বলতাম। তারা এদেশে ব্যবসা বাণিজ্য করতো, আর টাকা জমা করতো করাচীতে। এ কারণে আমরা তাদের রাজাকার বলতাম। এখন সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমানোর পরিমাণ বেড়েছে। যারা দেশের টাকা বাইরে পাচার করে, তারা নব্য রাজাকার।’
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে আয়োজন করা সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
শনিবার বিকালে রাজশাহী চেম্বার অব কমার্স মিলনায়তনে আয়োজন করা সংবাদ সম্মেলনে রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেন, বাজেটে গরীবদের জন্য কিছু নেই। আমাদের দেশের কৃষকরা অতিরিক্ত খাদ্য উৎপাদন করে সরকারের সুবিধা রিটার্ন করছে। কিন্তু যারা ব্যাংক থেকে টাকা লুট করে নিয়েছে, তাদের শাস্তির জন্য কিছু বলা হয়নি।
বাদশা বলেন, অর্থমন্ত্রী বলবেন, এদেশ আমেরিকা, কানাডা হয়ে যাবে- সেটি বিশ্বাসযোগ্য না। যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা সেই চেতনার আলোকে বাজেট প্রণয়নের দাবি জানিয়েছি সংসদে। এলাকার এমপি হিসেবে উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগ আরও সহজ করতে বঙ্গবন্ধু সেতুর উপর একটি রেল সেতুর দাবি তুলেছি। সরকার প্রধান এনিয়ে নিশ্চয় তার বক্তব্য রাখবেন বলে প্রত্যাশা করেন ফজলে হোসেন বাদশা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন