রাজধানীর রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে ইয়াসিন (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। শনিবার রাতে রায়েরবাজারের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। ইয়াসিনের বিস্তারিত পরিচয় ও তাকে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
স্থানীয়রা ইয়াসিনকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, নিহত ইয়াসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার