গাড়ি ছিনতাই করে চোরাই মার্কেটে বিক্রির উদ্দেশ্যেই রাজধানীর উত্তরায় উবার চালক আরমানকে হত্যা করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর এ তথ্য জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকারীদের উদ্দেশ্যে ছিলো অ্যালিয়ন মডেলের একটি গাড়ি চুরি করা। আর এ লক্ষ্যে ঘটনার দিন উবারে পরপর চারটি রাইড অনুরোধ পাঠানোর পরও অ্যালিয়ন মডেলের গাড়ি না পাওয়ায় প্রতিটি অনুরোধ বাতিল করে তারা। পঞ্চমবারে কাঙ্ক্ষিত মডেলের গাড়ি নিয়ে আসেন আরমান। আর সেটিই কাল হয়ে দাঁড়ায় তার জন্য।
ঘটনার দিন রামপুরা থেকে আরমানের গাড়িতে উঠে এই চক্রটি। উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কে গিয়ে রাইড শেষ হলে চালককে টাকা না দিয়ে অপেক্ষা করতে বলে তারা। বলে বাসা থেকে টাকা নিয়ে নামবে কেউ একজন। বিশ্বাস অর্জনের জন্য কানে ফোন লাগিয়ে কথা বলার ভান করতে থাকে। আসলে তারা অপেক্ষা করছিলো চালক আরমানকে খুন করার উপযুক্ত পরিবেশের জন্য। এক পর্যায়ে রাস্তা কিছুটা জনশূন্য হয়ে পড়লে সিজানের নির্দেশে শরীফ আরমানের গলায় ছুরি চালিয়ে দেয়। এই অবস্থায় আরমান গাড়ি চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিছুদূর গিয়ে আর পারে না। অচেতন হয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। সেখানেই মারা যান তিনি।
পুলিশ বলছে, হত্যাকারী চক্রের প্রধান সিজান। খুলনায় তার এক বন্ধু সাব্বির চোরাই গাড়ির ব্যবসা করে। সেখান থেকে সিজানের কাছে অর্ডার আসে একটি অ্যালিয়ন মডেলের গাড়ি দিলে আট লাখ টাকা দেয়া হবে।এরপরেই গাড়ি ছিনতাইয়ের পরিকল্পনায় নামে তারা।
এদিকে এই হত্যাকাণ্ডের পেছনে গ্যাং কালচারের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখা হবে বলে জানায় পুলিশ।
বিডি প্রতিদিন/হিমেল