রাজশাহী সিটি করপোরেশনের জন্য ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৫৪৭ কোটি ১৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার দুপুরের নগর ভবনের এনেক্স সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ বাজেট ঘোষণা করেন মেয়র।
এবারের বাজেটে আটটি উন্নয়ন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো পরিকল্পিত নগর অবকাঠামো নির্মান, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনার উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, রাজস্ব ব্যবস্থাপনার আধুনিকায়ন, উন্নয়ন কাজে গতি নিয়ে আসা, দাফতরিক কাজে স্বচ্ছতা নিয়ে আসা এবং আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।
বাজেট বক্তব্যে মেয়র বলেন, নগরীকে বাসযোগ্য করতে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে। সরকারের কাছে বড় প্রকল্পের প্রস্তাবনা পাঠানো হয়েছে। শিগগিরই সেগুলো অনুমোদন হয়ে যাবে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সরিফুল ইসলাম বাবু, রজব আলী, প্রধান নির্বাহী কর্মকর্তা শওগাতুল আলম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ