কুমিল্লার বিবির বাজার সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ভিডিওগ্রাফার প্রশান্ত কুমার দাশ মাদক ব্যবসায় জড়িত ছিল বলে দাবি করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মাে. সাফিনুল ইসলাম। না হলে তার কাছে ইয়াবা পাওয়া যাবে কেন-এমন প্রশ্নও তোলেন তিনি। রাজশাহীতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এ মন্তব্য করেন।
রবিবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১ ব্যাটালিয়নের ২২৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মাে. সাফিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই বিজিবি-১ ব্যাটালিয়নের গার্ড অব অর্নার অর্ডার গ্রহণ করেন মহাপরিচালক। এরপর তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকা উত্তোলনের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
বিজিবি মহাপরিচালক বলেন, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, সব মৃত্যুই অনাকাঙ্ক্ষিত। এরপরও মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা প্রতিটি আইন-শৃঙ্খলা বাহিনী সেই নীতি অনুসরণ করছে। বিজিবি এর বাইরে নয়।
মাদকের ছোবল থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এটি না করলে দেশে মাদকের ভয়াবহতা কমানো সম্ভব নয়। তবে কেউ যেন কোনো অন্যায় ঘটনার শিকার না হয় সেদিকে বিজিবিসহ প্রতিটি আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।
এ সময় সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক মাে. সাফিনুল ইসলাম বলেন, বিজিবি-বিএসএফ’র সু-সম্পর্কের কারণে সীমান্তে হত্যা কমেছে। বর্তমানে রাজশাহীসহ দেশের প্রতিটি সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি করতে পারলে সীমান্তে হত্যা শূন্যতে নেমে আসবে।
বিজিবি মহাপরিচালক বলেন, যেহেতু আমাদের জনবল কম, সেহেতু আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের এই শূন্যতা পূরণ করতে হবে। এজন্য সীমান্ত এলাকায় সিসি টিভি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হবে। বিজিবি এরই মধ্যে স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট এর সূচনা করেছে। বর্তমানে যা যশোরের পুটখালিতে কাজ করছে। এর মাধ্যমে চোরাকারবারি এবং অপরাধীদের ওপর নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে রাজশাহীর আদাতলা সীমান্ত, নওগাঁ সীমান্ত এলাকাসহ দেশের বেশ কয়েকটি সীমান্তে এই প্রযুক্তির ব্যবহার শুরুর কাজ প্রক্রিয়াধীন।
পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি মহাপরিচালক বলেন, এই ব্যাটালিয়ন সীমান্ত রক্ষী বাহিনীর প্রাচীনতম। কালের পরিক্রমায় এ ব্যাটালিয়নের অনেক অর্জন বিজিবির ইতিহাসকে করেছে সমৃদ্ধ। প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাটালিয়নের সদস্যবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন। এ জন্য সকলকে অভিবাদন জানান তিনি।
এ সময় রাজশাহী বিজিবি-১ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মােহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম