প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট স্বাভাবিক ঘটনা নয়। তবে ভোটের পরপরই ফলাফল গেজেট আকারে প্রকাশ হয়ে যায়। এরপর ইসির করার কিছু না থাকায় বিষয়টি খতিয়ে দেখারও সুযোগ নেই।
রবিবার সকালে রাজধানীতে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণের উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে সিইসি একথা বলেন।
ইসির তথ্যানুযায়ী, সব কেন্দ্র মিলে একাদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার ছিলো ৮০ দশমিক দুই শূন্য ভাগ।
গত সপ্তাহের শেষের দিকে নিজস্ব ওয়েবসাইটে যে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করে কমিশন, তাতে দেখা যায় ১০৩ টি নির্বাচনী আসনের ২১৩ টি কেন্দ্রেই শতভাগ ভোট পড়ে। অর ১৪ টি আসনের প্রায় সাড়ে ৭ হাজার কেন্দ্রে ভোট পড়ে ৯০ থেকে ৯৯ শতাংশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন