পারিবারিক কলহের জেরে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে নিজের গায়ে নিজে আগুন দেওয়া গৃহবধূ শরবরি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রবিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে বিকেল তিনটার দিকে বাসাতেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় গৃহবধূ শরবরি। বাসার লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, শরবির শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার