বরগুনার রিফাত হত্যার বিচার চেয়ে রাজধানী ঢাকায় মানববন্ধন করেছে বরগুনা উন্নয়ন ফোরাম, ঢাকা।
এ সময় খুনিদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবি জানান তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং কলাভবনের সামনে পৃথক দুটি মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল হক নুরু, ঢাকাস্থ বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির দুলু, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, বিশিষ্ট সমাজকর্মী সুবর্ণা সুলতানা দিশা, কোতোয়ালি থানা ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক জুনাইদ হোসেন জুয়েল মৃধাসহ আরও অনেকে।
সমাবেশে সভাপতিত্ব করেন বরগুনা উন্নয়ন সমিতির চেয়ারম্যান, ন্যাশনাল পিপলস পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মুহিব আহমেদ শাহিন।
মানববন্ধনে রিফাত শরীফ হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবি জানানো হয়।
পাশাপাশি রিফাত শরিফের স্ত্রী মিন্নির বিরুদ্ধে অপপ্রচার বন্ধের অনুরোধ জানান বক্তারা।
এ দিকে সকালে জতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্থ বরগুনা জেলাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশিষ্ট অভিনেতা মীর সাব্বির যোগ দেন।
বিডি প্রতিদিন/কালাম