রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেছেন ঠিকাদাররা। সোমবার সকালে তারা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। নদী ভাঙন রোধে বাঁধ নির্মাণ করেও বিল না পাওয়ায় তারা এ বিক্ষোভ করেন। এছাড়া তারা চার দফা দাবি জানিয়েছে।
তাদের চার দফা দাবির মধ্যে আছে, কাজ শেষে সম্পূর্ণ বিল পরিশোধ, কাজের এসেসমেন্টে ঠিকাদারী প্রতিষ্ঠানকে হয়রানি না করা, আপদকালীন সময়ে কাজ বুঝে নেওয়া পরে হয়রানি না করা এবং কাজ শেষের পরই আগামীতে অর্থ পরিশোধ করা।
পাউবো ঠিকাদার রফিকুল ইসলাম জানান, তারা দীর্ঘদিন ধরেই টাকার জন্য ঘুরছেন। কাজ শেষ করার পরেও তাদের বিল পরিশোধ করা হচ্ছে না।
তবে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, অর্থ বরাদ্দ না থাকায় ঠিকাদারদের বিল পরিশোধ করতে পারছেন না। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ