কুমিল্লায় জেলা শিল্পকলা একাডেমির সংস্কার, বিদ্যুৎ এর ট্রান্সফরমার স্থাপন ও পূর্ণাঙ্গ কমপ্লেক্স নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে কুমিল্লা জেলা সার্কিট হাউস ও জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি পেশ করেন সংস্কৃতি কর্মীরা।
মানববন্ধনে জেলার সর্বস্তরের শতাধিক সংস্কৃতি কর্মী অংশ নেন। এতে বক্তব্য রাখেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরী, সম্মিলিত নাট্য জোটের সভাপতি মাহফুজুর রহমান বাবুলসহ অন্যান্যরা।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৯/মাহবুব