পুলিশের বিতর্কিত উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজানের জামিন নামঞ্জুর করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার আগাম জামিন নিতে গেলে তা খারিজ করে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এস কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ মিজানকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।
বরখাস্তকৃত ডিআইজি মিজানকে আদালতের গ্রেফতারের নির্দেশের পর তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। মিজানকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রুমে রাখা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহাড়ায় গ্রেফতার ডিআইজি (বরখাস্ত) মিজানকে শাহবাগ থানায় আনা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আইনানুযায়ী গ্রেফতার হওয়া আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে তুলতে হয়। সে হিসেব অনুযায়ী মঙ্গলবার তাকে বিচারিক আদালতে তোলা হতে পারে।
গত ২৫ জুন রাতে ডিআইজি মিজানকে বরখাস্ত করে পুলিশ অধিদফতরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম