চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় লরির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সাজ্জাদুল ইসলাম (৪২)।
সাজ্জাদুল উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট রেল স্টেশান সংলগ্ন চৌধুরী বাড়ির বাসিন্দা মৃত ইসলাম চৌধুরীর ছেলে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক।
জানা যায়, সোমবার রাতে মোটরসাইকেলযোগে চট্টগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন সাজ্জাদুল। সলিমপুর এলাকার কাছে আসলে হঠাৎই একটি লরি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সাজ্জাদুল গুরুতর আহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চমেকের দায়িত্বরত চিকিৎসক গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক