শাহীন আগের চেয়ে অনেক ভালো আছে। সে এখন সাড়া দিচ্ছে। মাঝে মাঝে মা, বাবা, আল্লাহ বলছে। কেউ ডাকলে সাড়া দিচ্ছে। তার অপারেশন সফল হয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যেভাবে রোগীর উন্নতি হচ্ছে তাতে সে ভালো হয়ে যাবে। তার বিষয়ে আমরা আশাবাদী।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ঢামেকে সোমবার বিকেলে আহত শাহীনকে দেখতে এসে এসব কথা বলেন।
তিনি বলেন, শাহীন আগের চেয়ে অনেক বেশি ভালো আছে। শাহীনের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, তার ওষুধপত্র, চিকিৎসা যা যা প্রয়োজন হাসপাতাল থেকে সব দেয়া হচ্ছে। তার প্রতি আমাদের বিশেষ নজর আছে। প্রধানমন্ত্রীও তার খোজ খবর নিচ্ছে।
এ সময় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীনসহ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন