রাজধানীর মোহাম্মদপুরে শারমীন আক্তার (১৯) নামে এক গৃহবধূকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছেন। মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনার পর থেকে স্বামী অটোরিকশাচালক খোকন পলাতক রয়েছেন।
শারমীন আক্তারকে গুরুতর আহত অবস্থায় শেরে-বাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের ( পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণেশ গোপাল বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ঘাতক খোকন পলাতক রয়েছেন। তাকে আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার