গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশালে পুলিশের কঠোর বেষ্টনীতে পৃথক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। এদিকে গনসংহতি আন্দোলনও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পৃথক সমাবেশ করেছে।
মঙ্গলবার সকালে পুলিশের কঠোর বেষ্টনীতে জেলা ও মহানগর বিএনপি এবং জেলা গনসংহতি আন্দোলনের উদ্যোগে নগরীর সদর রোডে পৃথক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপি’র সহ-সভাপতি সরদার রফিক আহমেদ রুনুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া ও মহানগর বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদসহ অন্যান্যরা।
এর আগে সকাল ১০টায় একই দাবিতে উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদসহ অন্যান্যরা।
পৃথক সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বাজারে তেল-গ্যাসের দাম কমলেও বাংলাদেশে লাগামহীনভাবে বাড়ছে। এই সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু লুটপাটের কথা চিন্তা করে। বক্তারা গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে দাম কমানোর আহ্বান জানান। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান তারা।
অপরদিকে সকাল সাড়ে ১১টার দিকে একই দাবিতে নগরীর সদর রোডে বিক্ষোভ সমাবেশ করে গনসংহতি আন্দোলন। সমাবেশে বক্তারা গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্দির প্রতিবাদ জানান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন