গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি বের করে। পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও দলের কেন্দ্রীয় কার্যালয়ের এসে মিছিলটি শেষ হয়।
এসময় রিজভী বলেন, জনগণকে কষ্টে ফেলতেই ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। আওয়ামী সরকার জনগণের শক্তিতে বিশ্বাসী নয় বলেই তাদের ওপর জুলুম করতে তারা দ্বিধা করে না।
তিনি আরও বলেন, সরকার এ সিদ্ধান্ত বাতিল না করলে বিএনপি আন্দোলন গড়ে তুলবে।
এছাড়া খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে অভিযোগ করে তার মুক্তি দাবি করেন এই বিএনপি নেতা।
মিছিলে অংশ নেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সহ-সভাপতি নবী উল্লাহ নবী, যুগ্ম সম্পাদক আরিফুর রহমান নাদিম, যুগ্ম সম্পাদক ফরহাদ হোসেন, মো. ফারুক, সহ-সম্পাদক মোহাম্মদ আলী চায়না, ঢাকা মহানগর উত্তর যুবদলের এসএম জাহাঙ্গীর প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম