আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপ-কমিটির সদস্যদের উপস্থিতিতে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব এবং দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপ-কমিটির চেয়ারম্যান এবং দলের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. মো. হোসেন মনসুর।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর কার্যক্রম, দলের নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্যদের ভূমিকাসহ দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আগামী ০৬ জুলাই শনিবার চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে একটি সেমিনার করার বিষয়ে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।
বিডি-প্রতিদিন/০২ জুলাই, ২০১৯/মাহবুব