কমিটি পূর্ণাঙ্গ করতে কেন্দ্রকে ১৫ দিনের সময় বেধে দিয়েছেন যুবদলের পদপ্রত্যাশী নেতারা। না হলে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজ মঙ্গলবার বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে যুবদলের গত কমিটির নেতারা বৈঠক করে ১৫ দিনের মধ্যে কমিটি না হলে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন। এরপর তাদের সিদ্ধান্ত জানাতে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীর সঙ্গে বৈঠক করেন। বেধে দেয়া সময়ের মধ্যে সুপার ফাইভ কমিটি পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দিলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন রিজভী।
বৈঠকে থাকা যুবদলের গত কমিটির কেন্দ্রীয় নেতা বলেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে আলোচনা করতে সাবেক কমিটির যুবনেতারা বৈঠক করেছেন। বৈঠকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি না করলে আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে জানানো হয়েছে। সুপার ফাইভ পূর্ণাঙ্গ কমিটি জমা দিলেই কেন্দ্র ব্যবস্থা নিবে বলে আশ্বাস দিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব।
বৈঠকে সাবেক কমিটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল খালেক হাওলাদার, গোলাম রাব্বানী, আলি আকবর চুন্নু, শহীদউল্লাহ তালুকদার, মাহবুবুল হাসান পিংকু, জাকির হোসেন সিদ্দিকী, আলী আশরাফ, আব্দুল জব্বার, দীন মোহাম্মাদ, গাজী হাবিব হাসান রিন্টু, মো. মহসীন মোল্লা, সামসুর রহমান, জিএস বাবুল, জাহাঙ্গীর আলম দুলাল, গিয়াসউদ্দিন মামুন, নূরুল ইসলাম, বেলাল হোসেন লাভলু প্রমুখ।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি এবং সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের নতুন কমিটি করা হয়। কিন্তু আড়াই বছরেও কমিটি পূর্ণাঙ্গ করতে ব্যর্থ হয় এই সুপার ফাইভ কমিটি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম