গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে রংপুর মহানগর ও জেলা বিএনপি’র আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র কুটির শিল্প সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সহ-সভাপতি সাহিদা রহমান জোসনা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান বাদল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই জনগণের প্রতি তাদের ন্যূনতম দায়বদ্ধতা নেই। থাকলে গ্যাসের মূল্য বৃদ্ধি করে জনগণকে দুর্ভোগে ফেলতো না। জনগণের উপর জুলুম-নির্যাতন করার জন্যেই মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারাগারে আটক রাখা হয়েছে। বক্তাগণ অনতিবিলম্বে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ বেগম জিয়ার মুক্তির দাবি জানান।
বিডি-প্রতিদিন/শফিক